Narendra Modi: বনস ডেয়ারি সঙ্কুল-এর শিলান্যাস, প্রধানমন্ত্রী বললেন দুধ উৎপাদন সরকারের অগ্রাধিকার

বারাণসী, ২৩ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বারাণসীতে ‘বনস ডেয়ারি সঙ্কুল’-এর শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি নিজের সংসদীয় কেন্দ্রে ৮৭০ কোটি টাকারও বেশি মূল্যের ২২টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ‘বনস ডেয়ারি সঙ্কুল’-এর শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী বলেছেন, “বর্তমানে ভারত প্রতি বছর প্রায় সাড়ে ৮ লক্ষ কোটি টাকার দুধ উৎপাদন করে। ভারতের ডেয়ারি সেক্টরকে মজবুত করা আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকারের মধ্যে একটি। সেই লক্ষ্যে বনস ডেয়ারি সঙ্কুল-এর শিলান্যাস করা হয়েছে।”

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আমাদের এখানে গরু নিয়ে কথা বলাকে কেউ কেউ দোষে পরিণত করেছে। কিছু মানুষের কাছে গরু অপরাধ হতে পারে, আমাদের কাছে গরু মা, পূজনীয়। যারা গরু-মহিষ নিয়ে ঠাট্টা করে তাঁরা হয়তো ভুলে গিয়েছে, দেশের ৮ কোটি পরিবারের জীবিকা গবাদি পশু দিয়েই চলে।” পরিসংখ্যান দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “৬-৭ বছর আগের তুলনায় দেশে এখন দুধ উৎপাদন প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। বর্তমানে ভারত বিশ্বের প্রায় ২২ শতাংশ দুধ উৎপাদন করে। আমি অত্যন্ত খুশি যে, উত্তর প্রদেশ শুধুমাত্র দেশের বৃহত্তম দুধ উৎপাদনকারী রাজ্যই নয়, দুগ্ধ সেক্টরের সম্প্রসারণেও অনেক এগিয়ে।” মোদীর সংযোজন, “আমাদের ডাবল ইঞ্জিনের সরকার পূর্ণ আন্তরিকতা ও শক্তি দিয়ে কৃষক ও প্রাণিসম্পদ পশুপালকদের সহায়তা করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *