Narendra Modi: ডাবল ইঞ্জিনের সরকার পূর্ণ শক্তি দিয়ে কৃষক ও পশুপালকদের সহায়তা করছে : প্রধানমন্ত্রী

বারাণসী, ২৩ ডিসেম্বর (হি.স.): ডাবল ইঞ্জিনের সরকার পূর্ণ আন্তরিকতা ও শক্তি দিয়ে কৃষক ও প্রাণিসম্পদ পশুপালকদের সহায়তা করছে। বারাণসীতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বারাণসীতে ‘বনস ডেয়ারি সঙ্কুল’-এর শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী বলেছেন, “বনস কাশী সঙ্কুলের শিলান্যাস সরকার ও সহযোগিতার সেই অংশীদারিত্বেরই প্রমাণ।” এদিন বারাণসীতে ‘বনস ডেয়ারি সঙ্কুল’-এর শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি নিজের সংসদীয় কেন্দ্রে ৮৭০ কোটি টাকারও বেশি মূল্যের ২২টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “প্রাকৃতিক চাষাবাদ প্রসারের জন্য, কৃষকদের সচেতন করতে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে সরকার। আমি আমার কৃষক ভাই ও বোনদের, বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের আজ কিষান দিবসে প্রাকৃতিক চাষের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করব। গ্রাম ও কৃষকদের আত্মনির্ভর করার ক্ষেত্রে, অবৈধ দখলদারিত্ব থেকে তাঁদের মুক্ত করতে বিরাট ভূমিকা নিয়েছে স্বামিত্ব যোজনা। উত্তর প্রদেশের ৭৫টি জেলায় ২৩ লক্ষেরও বেশি ঘরউনি প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে আজই প্রায় ২১ লক্ষ পরিবারকে এ সব নথি দেওয়া হয়েছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমি যখন কাশী, উত্তর প্রদেশের উন্নয়নে ডাবল ইঞ্জিনের ডাবল শক্তির কথা বলি, তখন কিছু মানুষ ভীষণ কষ্ট পায়। সেই সমস্ত মানুষ যাঁরা উত্তর প্রদেশকে শুধুমাত্র জাত, ধর্ম, গোষ্ঠীর নজরে দেখেছে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের ভাষা তাঁদের পাঠ্যক্ৰম, তাঁদের অভিধানের বাইরে। তাঁদের সিলেবাস, অভিধান ও চিন্তাধারায় শুধু মাফিয়াবাদ ও পরিবারতন্ত্র।….উত্তর প্রদেশকে কয়েক দশক পিছনে ঠেলে দেওয়া এই সমস্ত মানুষদের বিরক্তি আরও বাড়বে। সমগ্র উত্তর প্রদেশের মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করছেন তাতে তাঁদের ক্রোধ আরও বাড়বে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *