নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স) : ওমিক্রন আতঙ্কে দিল্লিতে ক্রিসমাস, নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা জারি করল কেজরিওয়াল সরকার। দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা শাসক এবং ডেপুটি পুলিশ কমিশনারদের নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতে এখনও পর্যন্ত ৫৭ জনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে।
দিল্লি সরকার সূত্রে জানা গিয়েছে, রাজধানীতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রায় দিনই নতুন সংক্রমিতের হদিশ মিলছে। গোটা দেশের মধ্যে ওমিক্রন আক্রান্তের নিরিখে দিল্লির স্থান প্রথম। সংক্রমণে লাগাম টানতেই এই পদক্ষেপ করা হয়েছে। বড়দিনের উৎসব এবং নতুন বছর উদযাপনে কোনও জমায়েত করা যাবে না। আগেই সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় জমায়েতের উপর নিষেধাজ্ঞা করেছে কেজরিওয়াল সরকার।
ক্রিসমাস, নববর্ষে জমায়েতে নিষেধাজ্ঞা সিনেমা হলগুলি অবশ্য খোলা থাকবে। ১০০ শতাংশ দর্শককে নিয়ে চালু থাকবে হলগুলি। অডিটোরিয়ামে আসন সংখ্যার ৫০ শতাংশ দর্শক ঢুকতে পারবেন। বিবাহ এবং শেষকৃত্যে সর্বোচ্চ ২০০ জন অংশ নিতে পারবেন। এই সমস্ত নির্দেশ মানা হচ্ছে কি না, তা স্থানীয় প্রশাসনকে দেখতে হবে। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।