Narendra Modi: বিজ্ঞান ও উদ্ভাবনের ক্ষেত্রে অগ্রণী অবদান রেখেছে আইআইটি কানপুর : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): আগামী ২৮ ডিসেম্বর, মঙ্গলবার আইআইটি কানপুরের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইআইটি কানপুরের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মোদী। আইআইটি কানপুরের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মতে, আইআইটি কানপুর একটি প্রাণবন্ত প্রতিষ্ঠান।

বুধবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য চলতি মাসের ২৮ তারিখ আইআইটি কানপুরে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছি। আইআইটি কানপুর একটি প্রাণবন্ত প্রতিষ্ঠান, বিজ্ঞান ও উদ্ভাবনের ক্ষেত্রে অগ্রণী অবদান রেখেছে।”