নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আচমকাই দেখা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার সকালে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। এদিন সকালেই ধনকর টুইট করে লেখেন, বুধবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করব। এই টুইটের কিছু পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের একটি ছবি টুইটার হ্যান্ডেলে আপলোড করেন রাজ্যপাল।
কী কারণে হঠাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ধনকর, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও রাজনৈতিক মহলের ধারণা, কলকাতা পুরসভা ভোটে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বিষয়টি তুলে ধরতে পারেন ধনকর। এ ছাড়াও রাজ্যের বেশ কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

