বিজিবি দিবসের আনন্দ বিএসএফের সাথে ভাগ করে নিলেন বাংলাদেশ সীমান্ত রক্ষীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ ২২৬ বছরের গৌরবময় ইতিহাস বহন করে মুজিব বর্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস পালন অত্যন্ত তাতর্য্যপূর্ণ বলে দাবি করেন বাহিনীর কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল আবুল হাসনাত মহম্মদ শাহরিয়ার ইকবাল৷ তাই, অন্যান্য বছরের ন্যায় আজকের দিনের আনন্দ প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সাথে ভাগ করে নিয়েছে বিজিবি, বলেন তিনি৷ এদিকে, বিএসএফ ত্রিপুরার গকুলনগর সেক্টর কমান্ডার রাকেশ রঞ্জন লাল বিজিবি-কে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা সবসময় বাংলাদেশের পাশে রয়েছি এবং ভবিষ্যতেও থাকব৷

আজ আগরতলা-আখাউড়া সীমান্তে জিরো পয়েন্টে মিষ্টি এবং পুস্পস্তবক বিনিময়ের মাধ্যমে বিজিবি দিবস উদযাপিত হয়েছে৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজিবির বাহিনীর কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল আবুল হাসনাত মহম্মদ শাহরিয়ার ইকবাল বলেন, আজ বাহিনীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিবস৷ আজকের দিনটিকে আমরা বিজিবি দিবস হিসেবে পালন করছি৷

তিনি বলেন, বিজিবির ২২৬ বছরের গৌরবময় ইতিহাস রয়েছে৷ ১৭৭৫ সালে লোকাল রামগড় ব্যাটালিয়ন নামে এই বাহিনীর যাত্রা শুরু হয়েছিল৷ ওই সময় এই বাহিনীতে জনবল ছিল মাত্র ৪৪৮ জন৷ ৪টি কামান আর ২টি অশ্বারোহি দলের সমন্বয়ে এই বাহিনী গঠন হয়েছিল৷ কালের পরিক্রমায় বাহিনীর নাম পরিবর্তন হয়েছে ১০ বার, পোষাক পরিবর্তন হয়েছে ৭ বার৷ তাঁর কথায়, সময়ের প্রয়োজনে এবং প্রয়োজনের দাবীতেই এই পরিবর্তনগুলো হয়েছে৷ তাঁর দাবি, বহু চড়াই উৎড়াইয়ের মধ্য দিয়ে এই বাহিনী এগিয়ে এসেছে৷ আজ বিজিবি সম্পূর্ণরূপে বিকশিত৷

তিনি বলেন, যে কোন গুরুত্বপূর্ণ দিবসে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সাথে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি৷ তারই ধারাবাহিকতায় আজকে বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সাথে আমরা জয়েন্ট রিট্রিট সিরিমনি ও চা চক্রের আয়োজন করেছি৷ তাঁর দাবি, আমরা সব সময় পার্শবর্তী রাষ্ট্রের সাথে সু-সম্পর্ক বজায় রেখে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করে থাকি৷ আজকের দিনে সবার কাছে কামনা, আমরা যেন সরকার কর্তৃক দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করতে পারি, বলেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, ২০১০ সালে বিজিবি আইন পাশ হয়েছিল৷ এরপর থেকে ২০ ডিসেম্বর বিজিব দিবস উদযাপিত হয়ে আসছে৷

এদিন বিএসএফ ত্রিপুরা গকুলনগর সেক্টর কমান্ডার রাকেশ রঞ্জন লাল সাংবাদিকদের বলেন, আমরা সব সময়ই বাংলাদেশের পাশে রয়েছি এবং ভবিষ্যতেও থাকব৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, আজ এই জিরো পয়েন্টে কথা দিচ্ছি আমরা একসাথে চলব৷ তাঁর দাবি, আমরা কথা দিলে তা পালন করি৷ এদিন তিনি বিজিবিকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দুই সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে মধুর সম্পর্ক রয়েছে বলে দাবি করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *