নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): সংসদের উভয়কক্ষে অচলাবস্থার জন্য বিরোধীদের দুষলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সোমবার ক্ষোভের সুরে পীযূষ গোয়েল বলেছেন, “সংসদ ভালোভাবে চলুক, তা বিরোধীরাই চায় না। অশান্তি ও বিঘ্ন ঘটানোই তাঁদের মন্ত্র হয়ে উঠেছে।” কেন্দ্রের ডাকা বৈঠক বয়কটের জন্যও বিরোধীদের আক্রমণ গোয়েল। তিনি বলেছেন, “রাজ্যসভা থেকে সাসপেন্ড হওয়া ১২ জন সাংসদকে নিজেদের ভুল বুঝতে হবে এবং চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে হবে। সরকারের ডাকা বৈঠকে সোমবার বিরোধী দলের নেতারা আসেননি।”
সোমবার সকাল দশটা নাগাদ সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে বৈঠক হওয়ার কথা ছিল। যে সমস্ত দলের সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, সেই কংগ্রেস, তৃণমূল, শিবসেনা বামেদের বৈঠকে ডাকা হয়। শুধুমাত্র ৪টি দলকে ডাকার প্রতিবাদ জানিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও বামেদের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়। শুধুমাত্র ৪টি বিরোধী দলের নেতাদের বৈঠকে ডাকার সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।
সরকারের ডাকা বৈঠক বয়কট করায় বিরোধীদের বিঁধেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। কটাক্ষ করে তিনি বলেছেন, “আসলে মানুষই ওদের বয়কট করেছে।” তিনি বলেছেন, “সমাধান খুঁজতে আমরা যে দলগুলির সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, সেই দলগুলির সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু তারা বৈঠক বয়কট করছে। তাঁরা সংবিধান দিবসের অনুষ্ঠানও বয়কট করেছিল। তাঁদের বোঝা উচিত, মানুষও তাঁদের বয়কট করছে।”