BRAKING NEWS

Mass sit : তিন ঘন্টার গণ-অবস্থান সংঘটিত করেছে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর। ১০দফা দাবিতে রাজধানী আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে তিন ঘন্টার গণ-অবস্থান সংঘটিত করেছে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। রাজ্যের সরকারি কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট দাবির ভিত্তিতে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য দাবির পরিপ্রেক্ষিতেই রবিবার গণঅবস্থান পালন করা হয়। গণ-অবস্থান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক স্বপন বলেন দু’দফা জাতীয় দাবি এবং ৮ দফা স্থানীয় দাবিতে গণঅবস্থান পালন করা হয়। দাবি গুলি বিশ্লেষণ করতে গিয়ে স্বপন বলেন এনপিএ বাতিল করে পূর্বেকার পেনশন ব্যবস্থা চালু করতে হবে।বর্তমান কেন্দ্রীয় সরকার চালু করে পেনশন ব্যবস্থা তুলে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছে তার তীব্র বিরোধিতা করেন সমন্বয় সমিতির নেতৃবৃন্দ।সংগঠনের রাজ্য সম্পাদক স্বপন বল আরও বলেন শক্তি প্রথার নিয়োগ অবিলম্বে বন্ধ করতে হবে। চুক্তির ভিত্তিতে নিয়োগ বন্ধ না করা হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

যাদেরকে এখনো পর্যন্ত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে তাদেরকে অবিলম্বে নিয়মিত করার জন্য তিনি দাবি জানিয়েছেন। রাজ্য বিদ্যুৎ যেসব কর্মচারীদের পাঁচ বছর পর নিয়মিত করার চুক্তিতে নিয়োগ করা হয়েছিল তাদেরকে এখনো নিয়মিত করা হয়নি। বিদ্যুৎ নিগমের কর্মরত শ্রমিকরা অসহায় পরিস্থিতির মধ্য দিয়ে দিনাতিপাত করছে।যাদের চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে তাদেরকে অভিলম্বের নিয়মিত করার জন্য সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।এই দাবি পূরণ না হলে সংগঠন আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবে বলে গণঅবস্থান মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। স্বপন বাবু বলেন চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকরা জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন।চাকরিচ্যুত শিক্ষকদের পরিবারে অভাব-অনটন অনাহার নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসা করানোর মতো আর্থিক সংস্থান তাদের নেই।ফলে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়তে শুরু করেছেন চাকরিচ্যুত শিক্ষকরা। মৃত্যুর লাইন ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। বর্তমান সরকার চাকুরিচ্যুত শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েছিল তাদেরকে চাকরিতে বহাল করা হবে। অবিলম্বে প্রতিশ্রুতি অনুযায়ী চাকুরিচ্যুত শিক্ষকদের পুনরায় নিযুক্তির ব্যবস্থা করতে সংগঠনের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।চাকরিচ্যুত শিক্ষকদের বিষয়ে বর্তমান সরকার ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে চলেছে বলেও তারা অভিযোগ করেছেন।সরকারকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চাকরিচ্যুত শিক্ষকদের বিষয়টি বিবেচনা করার জন্য ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির পক্ষ থেকে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।গন অবস্থানে উল্লেখিত দাবিগুলি পূরণে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে সংগঠন আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *