কলকাতা, ১৯ ডিসেম্বর (হি.স) : রবিবার সকাল ৭টা থেকে শুরু হল কলকাতার পুরভোট। কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের নির্বাচনের আগে নিরাপত্তার চাদরে শহরকে মুড়ে দিয়েছে কলকাতা তথা রাজ্য পুলিশ।
এদিন সকালে কলকাতা পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে অশান্তি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি-র। জোড়াবাগান এলাকায় বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। বিজেপি প্রার্থীর অভিযোগ, ‘‘বহিরাগতদের নিয়ে বুথ দখলের চেষ্টা করছিল তৃণমূল। আমি বাধা দেওয়ায় আমাকে মারধর করে দুষ্কৃতীরা। পোশাক ছিঁড়ে দেয়।’’ তৃণমূল প্রার্থী শ্যামপ্রকাশ পুরোহিতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই ওয়ার্ডের নির্দল প্রার্থীকেও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
এদিকে কোভিডবিধি মেনেই ভোটগ্রহণ হচ্ছে কলকাতায়। থার্মাল গানের মাধ্যমে তাপমাত্রা মেপে বুথে ঢোকানো হচ্ছে ভোটারদের। স্যানিটাইজারের ব্যবস্থাও রয়েছে বুথে বুথে।

