নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি. স.) : আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশন আয়োজিত সাহিত্য উৎসবে প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত সহ অন্যান্যদের প্রতি অন্তরের শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় মন্ত্রী নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি।
শনিবার সেনাদের আত্মত্যাগতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আপনাদের দেহ যখন ফিরে আসে কফিনবন্দি হয়ে তখন আমরা ফুল ছুঁড়ি। যতক্ষণ না পর্যন্ত দেশ বিপদে না পড়ে ততক্ষণ আমরা আপনাদের কথা ভাবি না। এজন্য দুঃখ প্রকাশ করছি। তাঁর এই কথা মন ছুঁয়ে গিয়েছে অনেকেরই। সেনাদের আত্মত্যাগকে অনেক ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া হয় না বলেও এদিন মতামত প্রকাশ করেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, আপানাদের কাছে শুধু ক্ষমা চাইছি তাই নয়, আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা।
গত ৮ই ডিসেম্বর কপ্টার ভেঙে চিফ অফ ডিফেন্স স্টাফ স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও ১২জনের মৃত্য়ু হয়েছিল। শনিবার আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশন আয়োজিত সাহিত্য উৎসবে প্রয়াত সেনা সর্বাধিনায়ক সহ অন্যান্যদের প্রতি অন্তরের শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন বার বার তিনি সেনা ও তাঁদের পরিবারের অবদানকে স্মরণ করেন। বলেন, যখন আমি মধুলিকাজিকে শ্রদ্ধা জানাচ্ছি, যখন আমি জেনারেল রাওয়াতের সঙ্গে চিতাতে দেখেছিলাম, সেই নিদারুণ দুঃখ আমাদের ছুঁয়ে যাচ্ছে। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি। এভাবেই প্রয়াত সেনা সর্বাধিনায়ক ও অন্যান্যদের স্মৃতিতে মাথা নত করেন কেন্দ্রীয় মন্ত্রী।

