কলকাতা, ১৮ ডিসেম্বর (হি. স.) : রাজ্যে চালু হওয়ার পথে তিন নতুন বিমানবন্দর। নবান্ন সূত্রে খবর আগামী সপ্তাহেই কোচবিহার, মালদহ এবং বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করতে চলেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (এএইআই) আধিকারিকরা।
সোমবার প্রস্তাবিত মালদা এয়ারপোর্ট, মঙ্গলবার বালুরঘাট এয়ারপোর্ট ও বুধবার কোচবিহার এয়ারপোর্ট দেখতে যাবেন এএইআই আধিকারিকরা। মালদার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যাতে দ্রুত এই এয়ারপোর্ট চালু করা যায়। সূত্রের খবর, সেই মোতাবেক ইতিমধ্যেই মালদা এয়ারপোর্টের রানওয়ে বাড়ানোর জন্য জমি অধিগ্রহণ করেছে জেলা প্রশাসন।
সম্প্রতি প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন রাজ্যের তৈরি হওয়া এয়ারপোর্ট গুলি যাতে দ্রুত চালু করা যায়। এবার সেই মোতাবেক তৎপর হল রাজ্য প্রশাসন। মূলত তিনটি এয়ারপোর্টের রান মুভি দেখার পাশাপাশি বিমানবন্দর চালু করতে গেলে কী কী প্রয়োজন সেই বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করতে পারেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আধিকারিকরা।

