মোবাইল চুরি, মামলা নেয়নি পুলিশ, চোর বহাল তবিয়তে

আগরতলা, ১৮ ডিসেম্বর : মোবাইল চুরি যাওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ সমেত চোরকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্ত, ন্যূনতম মামলা নথিভুক্ত না করেই চোরকে রেহাই দিলো পুলিশ। ঘটনা বামুটিয়ার রাঙ্গুটিয়া এলাকায়।

লেফুঙ্গা থানাধীন বামুটিয়া রাঙ্গুটিয়া রঞ্জিত পাঠশালা স্কুল সংলগ্ন অধীর সাহার দোকানে সামগ্রী কিনতে গিয়েছিলেন মনিব্রত দত্ত নামে এক যুবক। সেই দোকানে ভুলবশত তার এন্ড্রয়েড ফোন ফেলে চলে যান তিনি। কিছুক্ষণ বাদে দোকানে এসে দেখেন মোবাইলটি নেই। দোকানে সিসি ক্যামেরা ফুটেজে এলাকার চন্দন দেব নামে এক ব্যক্তি মোবাইলটি চুরি করে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পরে। প্রাথমিকভাবে অভিযোগ জানাতে মোবাইল মালিক মনিব্রত দত্ত লেফুঙ্গা থানাধীন বামুটিয়া আউটপোস্টে যান। সেখান থেকে তাকে জানানো হয় অফিসার না থাকার কারণে এখনই অভিযোগ গ্রহন করতে পারবেন না। তাঁকে লেফুঙ্গা থানাতে গিয়ে অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়া হয়। সেই মোতাবেক তিনি লেফুঙ্গা থানাতে গিয়ে চুরির বিষয়ে অভিযোগ দায়ের করতে চাইলে পুলিশ সেই অভিযোগ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন মনিব্রত দত্ত।

উপরন্ত তিনদিন পর মোবাইল চোরকে পাকড়াও করে পুলিশের হাতে দিলেও ওইদিন বিকেলেই ওই চোর বাড়িতে ফিরে আসেন বলে জানান তিনি। এ-বিষয়ে পুলিশের কাছে জানতে চাইলে তাকে জানানো হয়েছে, আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছে অভিযুক্ত। প্রশ্ন উঠছে যে চুরির বিষয়ে অভিযোগই গ্রহণ করল না পুলিশ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জামিনের প্রসঙ্গ আসে কিভাবে? 
বিস্তারিত খবর নিয়ে জানা যায় মূলত যে অভিযোগ করতে চাইছিল মনিব্রত সেই অভিযোগ পত্র গ্রহণ করেনি থানা এবং বামুটিয়া আউটপোস্ট পুলিশ বাবুরা। যার ফলে মোবাইল চোরকে বাড়িতে সসম্মানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করল পুলিশ। এই ঘটনার প্রতিকার চেয়ে এবং নিজের মোবাইল উদ্ধারের দাবিতে শুক্রবার সন্ধ্যা রাতে পুনরায় মনিব্রত দত্ত লেফুঙ্গা থানায় অভিযোগ দায়ের করতে যান। এই যাত্রায় তার কাছ থেকে অভিযোগ পত্র গ্রহণ করলেও রিসিভ কপি দেয়নি পুলিশ। ফলে এই পর্যায়ে মোবাইল চুরির ঘটনায় আদতে পুলিশ অভিযোগ গ্রহণ করবে কিনা এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।