Village Committee : ভিলেজ কমিটির ভোট দ্রুত সম্পন্ন করতে এডিসির বিশেষ অধিবেশনে আইন তৈরীর দাবীও উঠল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ আজ এডিসি পরিচালিত ৫৮৭টি ভিলেজ কমিটির নির্বাচন দ্রুত সম্পন্ন করার জন্য শাসক দলের মুখ্যসচেতক রবীন্দ্র দেববর্মা জনস্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাব অধিবেশনে পেশ করেন৷ এই প্রস্তাবটি সভায় সর্ব সন্মতভাবে গৃহিত হয়েছে৷ এই প্রস্তাব উপর শাসক দলের রবীন্দ্র দেববর্মা, প্রদ্যোৎ বিক্রম কিশোর দেববর্মা, বিরোধী দলের নেতা হংসকুমার ত্রিপুরা ও বিমল চাকমা এবং রাজ্যপাল মনোনীত সদস্য বিদ্যোৎ দেববর্মা আলোচনা করেন৷


সভায় রবীন্দ্র দেববর্মা বলেন ভিলেজ কমিটিতে নির্বাচন না হলে আগামী অর্থ বছরে ১৫তম ফিনান্স কমিশন থেকে এডিসি প্রশাসন উন্নয়নের অর্থ পাবেনা৷ ভিলেজ কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে৷ রাজ্য সরকারকে ভিলেজ কমিটি নির্বাচন করার জন্য এডিসি প্রশাসন থেকে প্রস্তাব পাঠানো হয়৷ কিন্তু রাজ্য সরকার করোনা সহ আইন শৃঙ্খলার অবনতির অজুহাত তুলে ভিলেজ কমিটির নির্বাচন করছে না৷ অথচ রাজ্য সরকার পরিচালিত ত্রিস্তর পঞ্চায়েত পুর পরিষদ সহ সব কিছুর নির্বাচন পর্ব শেষ করে ফেলেছে৷ ভিলেজ কমিটি এলাকায় নির্বাচন না করে রাজ্য সরকার এডিসিতে উন্নয়ন কাজ ব্যহত করার কাজে লিপ্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন৷ শাসক দলের সদস্য প্রদ্যোৎ বিক্রম কিশোর দেববর্মা বলেন এডিসি এলাকার আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের হাতে রয়েছে৷ এডিসি এলাকায় বিভিন্ন কাজে একাংশ ঘোলা জলে শিকার করার চেষ্টা করছে৷ তিনি বলেন আজ থেকে এক বছর আগে ঘুমুলুঙ এলাকার আইন শৃঙ্খলা নষ্টর কাজে যে দায়িত্বে ছিল৷ সেই গতকালকের খুমুলুণ্ড এলাকার আইন শৃঙ্খলা বিনষ্ট করা কাজে সেই জড়িত রয়েছে বলে তিনি মন্তব্য করেন৷


তিনি আরও বলেন আমরা সকলে মিলে রাজ্য সরকারের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে প্রতিক চিহ্ণ ছাড়া নির্বাচন করতে প্রস্তাব করি৷ প্রতিক চিহ্ণ ছাড়া নির্বাচন হলে রাজনৈতিক সংঘর্ষ হবে না বলে তিনি মন্তব্য করেন৷ মহারাষ্ট্র এবং রাজস্থানে চিহ্ণ ছাড়া নির্বাচন হয়ে থাকে৷ জনজাতিদের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বন্ধ করতে অধিবেশনে উপস্থিত সকল দলের সদস্য সদস্যাদের প্রতি আহ্বান জানান৷ বিরোধীদল নেতা হংসকুমার ত্রিপুরা বলেন এডিসি এলাকার আইন শৃঙ্খলা উন্নতি ছাড়া ভিলেজ কমিটি নির্বাচন করা সম্ভব নয় আমাদের জনজাতিগণ নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত৷ গতকালকের মুলুঙের ঘটনার জন্য তিনি লজ্জিত বলে মন্তব্য করেন৷ বিরোধী দলের সদস্য বিমল চাকমা বলেন এডিসি ৩ নং ই ধারা মতে ভিলেজ কমিটি নির্বাচন করতেই হবে৷ নির্বাচন করতে এডিসি প্রশাসনকে আইন তৈরী করার প্রস্তাব করেন তিনি৷


প্রয়োজনে তিনি শাসক বিরোধীদল এবং মনোনীত সদস্যদের নিয়ে যৌথ কমিটি গঠন করার ও প্রস্তাব করেন৷ যৌথ কমিটি দেশের বিভিন্ন এডিসি এলাকায় কিভাবে তৃর্ণমূল পর্যায়ে নির্বাচন করা হয়৷ সে বিষয়ে খোঁজ খবর নিয়ে নিতে পারেন৷ মনোনীত সদস্য বিদ্যোৎ দেববর্মা বলেন রাজ্য সরকার ভিলেজ কমিটির উন্নয়নের অর্থ বন্ধ করে দেয়ার পথে অগ্রসর হচ্ছে৷ গোয়াতে পঞ্চায়েত নির্বাচন করা হয়নি৷ পঞ্চায়েত নির্বাচন না করায় সেখানে উন্নয়ন কাজের অর্থ প্রদান কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন৷ নীতি আয়োগের মত এখন অর্থ কেন্দ্রীয় সরকার উন্নয়নের জন্য অর্থ মঞ্জুর করে না৷ নির্বাচিত কমিটিগুলোকে ১৫তম অর্থ কমিশন অর্থ মঞ্জুর করে থাকে বলে তিনি জানান ৷