আগরতলা, ১৮ ডিসেম্বর : রাজ্যে এক ঘণ্টার মধ্যে ২ টি দুর্ঘটনায় ট্রাফিকের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এক ঘন্টার ব্যবধানে বিশালগড় মহকুমায় দুইটি পথ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
ঘটনার বিবরণে জানা গেছে, সকাল ৯টা নাগাদ প্রথম দুর্ঘটনাটি ঘটে বিশালগড় থানার অন্তর্গত বাজার ইন্ডিয়ার সামনে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দু’জন। আহতরা হলেন ইমরান আহমেদ (১৬) ও অপর একজন খোকন দেবনাথ, বয়স (৩৬)। প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে খবর পাঠায় বিশালগড় দমকল কর্মীদের। তারা ছুটে গিয়ে আহত ২ জনকে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাপানিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিন অপর দুর্ঘটনাটি ঘটেছে সকাল ১০টা নাগাদ বিশালগড় নবনির্মিত বাইপাস রোডে। স্কুটি এবং ট্রাকের সংঘর্ষে জখম হয়েছেন ১ জন। আহত ব্যক্তির নাম দেবমাল্য শীল। ঘটনার খবর পেয়ে দমকলকর্মীরা ছুটে গিয়ে আহত ব্যাক্তিকে নিয়ে আসেন বিশালগড় মহকুমা হাসপাতালে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দীর্ঘদিন ধরেই বিশালগড় মহকুমা এলাকায় যান দুর্ঘটনা বেড়ে চলছে, কিন্তু ট্রাফিক দপ্তর কোনোভাবেই দুর্ঘটনা রোধ করতে পারছে না । সাধারন মানুষের অভিমত ট্রাফিক পুলিশের দুর্বলতার কারণেই দিনের পর দিন বিশালগড় মহকুমায় যান দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

