কলকাতা, ১৭ ডিসেম্বর (হি.স) : আর মাত্র দুদিন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের (কেএমসি) ১৪৪ টি ওয়ার্ডে পুরভোট। এদিন সন্ধ্যায় প্রচার শেষ। প্রচারের শেষ দিনে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী বিজেপি, সিপিআই(এম) এবং কংগ্রেস তাদের পূর্ণ শক্তি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এবং বৃহস্পতিবার, প্রচারের শেষ দিনে, উত্তর ও দক্ষিণ কলকাতায় তিনটি জনসভা করেছেন এবং বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণে তৃণমূলের জয় দাবি করেছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ বিকেল সাড়ে ৫টায় শেষ হবে নির্বাচনী প্রচার। আজ দিনভর নির্বাচনী তৎপরতা থাকবে। আজ ফের রোড শো করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি। দলের তরফে জানানো হয়েছে, শুক্রবার দক্ষিণ কলকাতার প্রার্থীদের নিয়ে মিছিল করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর র্যালি যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হবে, যা যাবে হাজরা মোড় পর্যন্ত। এতে দক্ষিণ কলকাতার সব প্রার্থীসহ অন্যান্য সিনিয়র নেতাদের যুক্ত হতে বলা হয়েছে। হুড খোলা জিপে প্রচার করবেন। এছাড়াও, আজ ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সায়ন্তন বসুও কলকাতার ৭৪ এবং ২৩ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীদের সমর্থনে সমাবেশ করবেন। দলের রাজ্য মুখপাত্র শমিক ভট্টাচার্য ৭, ১১৪ এবং ৭৯ নম্বর ওয়ার্ডে রোড শো এবং জনসভা করতে চলেছেন, অন্যদিকে রাজ্য সভাপতি ডাঃ সুকান্ত মজুমদারও ২৩ এবং ১২৪ নম্বর ওয়ার্ডে দুটি বড় জনসভা করতে চলেছেন। সিপিআই(এম) এবং কংগ্রেসের তরফে আজ মহানগরের সমস্ত ওয়ার্ডে জোরে জোরে প্রচার চালাতে চলেছে রাজ্য নেতৃত্ব।
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মহানগরীর চার হাজার ৮৪২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচনের নিরাপত্তায় মোতায়েন করা হবে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ।

