কলকাতা,১৭ ডিসেম্বর (হি. স.): বৃহষ্পতিবার ও শুক্রবার দু- দিন ধরে ব্যাঙ্ক ধর্মঘটের জেরে চরম সমস্যায় সাধারণ মানুষ। শুক্রবার টাকা তুলতে এসে ফিরে যান গ্রাহকরা। প্রয়োজনে টাকা না পেয়ে উতপ্ত হয়ে ওঠে সাধারন মানুষ।
বছর শেষের মুখেই ফের ব্যাঙ্ক ধর্মঘট। বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। ব্যাঙ্ক শুধু না বন্ধ এটিএম পরিষেবাও। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ডাকা ব্যাঙ্ক ধর্মঘটের জেরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি অন্যান্য ব্যাঙ্ক পরিষেবাও ব্যাহত হওয়ার সম্ভাবনা। রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
টানা দুদিন ব্যাঙ্ক ধর্মঘটের জেরে চরম সমস্যায় গ্রাহকরা। টাকা তুলতে এসে অনেকেই ফিরে যাচ্ছে। দরকারের সময় ব্যাঙ্কিং পরিষেবা না মেলায় ক্ষুব্ধ গ্রাহকরা। শুক্রবার ধর্মতলা চত্বরে এটিএম থেকে টাকা তুলতে এসে ফিরে যায় গ্রাহকেরা। যার জেরে চরম ক্ষুব্ধ হয়ে ওঠে তারা।

