Information Minister : রাণীরবাজার পুরপরিষদের বিশেষ সভায় করলেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ রাণীরবাজার পুরপরিষদের কনফারেন্স হলে আজ তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুুশান্ত চৌধুরীর সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় উপস্থিত ছিলেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক তথা রাণীরবাজার পুরপরিষদের সিইও জীবন ক’ষ্ণ আচার্য, ডেপুটি সিইও শান্তনু দত্ত, রাণীরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্লদাস, ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, ওয়ার্ডের কাউন্সিলারগণ, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, সমাজসেবী পার্থসারথী সাহা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ৷


সভার শুরুতে পুরপরিষদের উপকার্যনির্বাহী আধিকারিক জানান, রাণীরবাজার পুরপরিষদ এলাকায় ৪৪১টি পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান প্রকল্পে পাকা ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে৷ তিনি বলেন, পুর এলাকায় ১৩টি ওয়ার্ডে মহিলা স্বসহায়ক দল দ্বারা বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের কাজ প্রতিনিয়ত চলছে৷ সভায় পানীয়জল সরবরাহ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়৷ সভায় পানীয়জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী সুুশান্ত চৌধুরী পুর এলাকায় এখনও যে সকল ওয়ার্ডে পানীয়জলের সমস্যা রয়েছে সেগুলি খতিয়ে দেখে দ্রত সমাধান করার জন্য পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের আধিকারিককে নির্দেশ দেন৷ যে সকল ওয়ার্ডে জলের সমস্যা এখনও রয়েছে সেখানে প্রয়োজনে টিউবওয়েল, মিনি ডিপটিউবওয়েল বসানোর উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷ পুর এলাকায় বিভিন্ন রাস্তাঘাট নিয়েও সভায় আলোচনা হয়৷ তিনি রাস্তা সৌন্দর্যকরণের জন্য রাস্তার দুধারে বিভিন্ন গাছ লাগানোরও পরামর্শ দেন৷


পুর এলাকায় রাস্তার স্ট্রিট লাইট নিয়েও সভায় আলোচনা হয়৷ তথ্য ও সংস্ক’তি মন্ত্রী পুর এলাকায় পানীয়জল, রাস্তাঘাট, বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ প্রভৃতি কাজ প্রতিনিয়ত অগ্রাধিকারের সঙ্গে করতে আধিকারিকদের নির্দেশ দেন৷ পুর এলাকায় সব্জি বাজার, মাছ বাজার, মাংস বাজার প্রভ’তি বাজারগুলিকে আরও উন্নত করার উপর গুরুত্ব আরোপ করেন৷ সভায় বিদ্যৎ, টুয়েপের কাজ নিয়েও আলোচনা হয়৷ তিনি স্বসহায়ক দলগুলিকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন৷