India-Bangladesh : ভারত-বাংলাদেশের মৈত্রীর সম্পর্ককে আরও সুুদৃঢ় করতে হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ ভারত-বাংলাদেশের সম্পর্ক আত্মার সম্পর্ক, মৈত্রীর সম্পর্ক৷ এই মৈত্রীর সম্পর্ককে আরও সুুদৃঢ় করতে হবে৷ বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা পরিষদের পক্ষ থেকে ত্রিপুরা সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়কে ইচিং প্রেস প্রদান অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ আজ সন্ধ্যায় চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের পুলিন দেববর্মা মেমোরিয়াল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷


অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ভারত-বাংলাদেশ একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করছে৷ শিক্ষা, সংস্ক’তি, ক’ষ্টি, সৌভ্রাতৃত্ব, বাণিজ্যিক সব দিক থেকে দু’দেশ এগিয়ে যাচ্ছে৷ শিক্ষামন্ত্রী শ্রীনাথ বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস৷ পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতা আন্দোলন থেকে বাংলাদেশের বিজয় দিবস আলাদা৷ বর্তমান প্রজন্মকে এই দিনটির তাৎপর্য জানতে হবে৷ তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার জনগণের চেয়ে সংখ্যায় বেশি বাংলাদেশের মানুষকে ত্রিপুরাবাসী আশ্রয় দিয়েছিলেন৷ দু’দেশের মৈত্রীর বন্ধন বহু অতীত থেকেই৷ এই অটুট বন্ধনের জন্যই বাংলাদেশকে দখলমুক্ত করতে ভারত সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলো৷ তিনি বলেন, বর্তমান সময়ে ভারত-বাংলাদেশের অটুট সম্পর্কের ফলে ত্রিপুরা বাণিজ্যিকভাবে দক্ষিণ এশিয়ার গেটওয়ে হতে যাচ্ছে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের সহকারি হাইকমিশনার মহম্মদ জোবায়েদ হোসেন, ত্রিপুরা উচ্চশিক্ষা পরিষদের চেয়ারম্যান অরুণোদয় সাহা, উচ্চশিক্ষা অধিকর্তা এন সি শর্মা, ললিতকলা একাডেমির কার্যকরি সদস্য সুুমন মজমদার, বিশিষ্ট চিত্রশিল্পী সৌম্য চক্রবর্তী প্রমুখ৷