Brick: কয়লার যোগান নেই, ইট ভাট্টা বন্ধের মুখে

উদয়পুর, ১৬ ডিসেম্বর : বহি:রাজ্য থেকে কয়লা সরবরাহ বন্ধ থাকার ফলশ্রুতিতে রাজ্যের ইটভাটাগুলি মুখ থুবড়ে পড়েছে। অবিলম্বে কয়লা আমদানির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ইটভাটা মালিক সংগঠনের পক্ষ থেকে ইতিপূর্বেই রাজ্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ইতিবাচক কোনো পদক্ষেপ নজরে আসেনি। সারা রাজ্যের সঙ্গে মন্দির নগরী উদয়পুর মহকুমার বিভিন্ন ইটভাটি গুলো প্রায় বন্ধের মুখে। কারন কয়লা সংকট।

উদয়পুর মহকুমার শুধু মহারানী এলাকায় তেরটি ইটভাটি আছে। বর্তমানে দুইটি বন্ধ হয়ে আছে। উদয়পুর মহকুমার ইট ভাটা গুলিতে  শ্রমিদের একটা বড়ো অংশ ভিন রাজ্যের বাসিন্দা। ঝাড়খন্ড, বিহার, উত্তর প্রদেশ থেকে তাঁরা রাজ্যে এসেছেন। সাধারণত বর্ষার পর শীতের সময় ভাট্টাগুলোতে জোরদার ভাবে ইট তৈরীর কাজ শুরু হয়। একাজে দক্ষ বহি:রাজ্যের পুরুষ মহিলা শ্রমিকরা কাজ করেন।

কিন্তু এবছর প্রচন্ড কয়লা সংকট দেখা দিয়েছে। কয়লা ছাড়া ইট পোড়ানো যায় না। ফলে ইট ভাটার মালিকগন মহা ফাঁপড়ে পড়েছেন। তাতে বন্ধ হবার পথে বহু ইটভাট্টা। উদয়পুর মহকুমার মহারানীর এক ইট ভাটার মালিক জানান, তাঁর ইট ভাট্টাতে প্রায় প্রতিদিন ২৫০ জন শ্রমিক কাজ করেন। কয়লা না আসার ফলে ইট তৈরী করা যাচ্ছে না।

ইতিমধ্যে ইটভাটা মালিকদের সংগঠনের তরফে বিষয়টি রাজ্য সরকারের গোচরে নেওয়া হলেও এখনো পর্যন্ত সমাধানে হেলদোল নেই। অথচ এখন ইট তৈরীর  মরশুম। প্রয়োজনীয় ইট তৈরী না হলে রাজ্যের উন্নয়ন মূলক কাজ বন্ধ হয়ে যাবে, বলেন তিনি। এদিকে, রাজ্যে এক লক্ষের উপর প্রধান মন্ত্রীর  আবাস যোজনার ঘর পেলেও ইটের দাম বেশি হবার ফলে ঘর তৈরীর কাজ শুরু করতে পারছেন না সুবিধাভোগীরা। কয়লা সংকটের ফলে ইটভাটার শ্রমিকরাও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

এখনও মালিক পক্ষ আশাবাদী রাজ্য সরকার খুব শীঘ্রই কয়লা বহিরাজ্য থেকে আনার ব্যবস্থা করবে। রাজ্যে কয়লা আমদানির জন্য সরকারিভাবে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে সমস্ত ইটভাটা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাতে শুধু ইট ভাটা মালিকরা আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন, এমন নয়। ভাট্টায় কর্মরত শ্রমিকরাও জটিল সমস্যায় পড়বেন। শুধু তাই নয় ইট তৈরি না হলে রাজ্যের উন্নয়ন মূলক কাজ কর্ম স্তব্ধ হয়ে পড়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *