নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৫ ডিসেম্বর৷৷ দুই শিক্ষিকার পেছনে ধাওয়া করে ৮-১০ জন যুবক! খোয়াই থানাধীন জাম্বুরা সুকলের দুই শিক্ষিকা সুতপা রায় ও লিনা দেববর্মা, দেড় বছর ধরে বিপুল পাল এর গাড়ি করে কর্মস্থলে আসা-যাওয়া করেন৷ আজ সুকল থেকে ফেরার পথে ৮-১০ জন যুবক বাইক নিয়ে তাদের পেছনে ধাওয়া করে৷ প্রায় আগরতলা পর্যন্ত ধাওয়া চলার পর আতঙ্কিত শিক্ষিকারা আশ্রয় নেন জিবি ফাঁড়িতে৷
গাড়ী চালকের বাড়ী নন্দননগর৷ তিনি সবিস্তার জানাতে গিয়ে বলেন ৪-৫ যুবক তাদের গাড়ীকে লেম্বুছড়া পর্যন্ত ধাওয়া করে৷ খোয়াই থেকে ধাওয়া শুরু হয়৷ ঘটনার সূত্রপাত সেখান থেকেই৷ গাড়ীতে এসে একটি বাইক সামান্য ধাক্কা দেয়৷ এতে উল্টো যুবকরাই ক্ষেপে যায় এবং ধাওয়া শুরু করে৷ মোট ৫-৬ জন বাইক নিয়ে ধাওয়া করতে থাকলে গাড়ী চালক বা যাত্রী হিসাবে ২ জন শিক্ষিকা সাহস পাননি পাহাড়ে দাঁড়িয়ে বিষয়টিকে মিমাংসা করার৷ সেখানেই গাড়ীটিকে বাইকগুলো ধাক্কা দেয়৷ ভয়ে গাড়ী চালক গাড়ী আর থামায়নি৷ সোজা আগরতলা জিবি পুলিশ ফাঁড়ীতে গিয়ে আশ্রয় নেয়৷ ২ জন শিক্ষিকার মধ্যে একজন আগরতলা রামনগর এলাকা নিবাসী এবং অপরজন কৃষ্ণনগর নিবাসী৷ তবে লিনা দেববর্মা খোয়াইয়ের বাসিন্দা৷ কিন্তু বর্তমানে আগরতলায় থাকেন৷ গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ শিক্ষিকারাও আতঙ্কে রয়েছেন৷