নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ সুুপ্রিমকোর্টের ৩০ জন, ২০২১ ও ৪ অক্টোবর, ২০২১ তারিখে জারি করা আদেশে ১ জানুয়ারি, ২০২১ বা তার পরে যেসব ব্যক্তির কোভিড-১৯-এ মৃত্য হয়েছে তাদের নিকটতম আত্মীয় অনুদান (এ’গ্র্যাসিয়া) হিসেবে ৫০ হাজার টাকা পাবেন৷ এই অনুদান দেওয়া হবে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি / জেলা প্রশাসন থেকে৷
এই সহায়তা পেতে হলে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির কাছে মৃত্যর কারণ উল্লেখ করে ডেথ সার্টিফিকেট সহ আবেদনপত্র জমা দিতে হবে৷ আবেদনপত্র জমা দেওয়ার ৩০ দিনের মধ্যে এই অনুদান দেওয়া হবে৷ যদি ডেথ সার্টিফিকেট বা এ’গ্র্যাসিয়া পেতে কারও অসুুবিধা হয় বা দেরি হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি জেলাস্তরের গ্রিভেন্স রিড্রেসেল কমিটির সাথে যোগাযোগ করতে পারবেন৷ ত্রিপুরা সরকারের রাজস্ব দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে৷

