পানাজি, ১৬ ডিসেম্বর (হি.স.): গোয়ায় বড়সড় ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি। বিজেপির সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে বৃহস্পতিবার রাজ্য বিধানসভা থেকে ইস্তফা দিয়েছেন বিজেপি বিধায়ক আলিনা সালধানা। বিজেপি-ত্যাগ করে তিনি জানিয়েছেন, ২০১২ সালে স্বামীর প্রয়াণের পর যে বিজেপিতে তিনি যোগ দিয়েছিলেন, এখনকার সংগঠন তেমন নয়।
৬৯ বছর বয়সী সালধানা গোয়া বিধানসভার স্পিকারের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন। শুধুমাত্র সালধানা নয়, সাম্প্রতিক সময়ে অন্যান্য দলের ৪ জন বিধায়কও ৪০ আসনের গোয়া বিধানসভা থেকে ইস্তফা দিয়েছেন। আলিনা সালধানার স্বামী মাথানি সালধানা গোয়ার মন্ত্রী ছিলেন, ২০১২ সালে তিনি মারা যান। স্বামীর মৃত্যুর পর উপ-নির্বাচনে লড়েছিলেন আলিনা সালধানা এবং জয়ী হয়েছিলেন। বিজেপির টিকিটে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনেও তিনি জয়লাভ করেছিলেন।
কেন বিজেপি-ত্যাগ, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন আলিনা সালধানা। পানাজিতে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, “বৈধ কারণে আমি ইস্তফা দিয়েছি। বর্তমান সংগঠন এখন আর আগের মতো নেই। শাসক দল আগের সমস্ত নীতি ভুলে গিয়েছে। কে দলে আসছে অথবা কে বেরিয়ে যাচ্ছে তা জানেই না দল।” জল্পনা শোনা যাচ্ছে এবার অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগ দিতে পারেন সালধানা, সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি।