নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): কনকনে ঠাণ্ডায় কাঁপছে সমগ্র উত্তর ভারত। শীতে কাঁপছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান। বৃহস্পতিবার রাজধানী-সহ বেশ কিছু জায়গায় তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৭ ডিগ্রি সেলসিয়াস, এই মরশুমে আরও একটি শীতলতম দিন উপভোগ করল রাজধানী। পঞ্জাবের ভাটিণ্ডায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এদিন সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল ভাটিণ্ডা। প্রবল শীতে জবুথবু স্থানীয় বাসিন্দারা।
শীত বাড়ছে হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানেও। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরে হাড় হিম করা ঠাণ্ডা পড়েছে। উত্তর ভারতজুড়ে এখন শীতের দাপট চলছে। প্রবল শীতে রাজস্থানের অনেক জায়গায় জনজীবন ব্যাহত হচ্ছে। চুরুতে নিরন্তর কমছে তাপমাত্রা। বহু জায়গায় সকালবেলা কুয়াশার কারণে সমস্যার মুখে পড়তে হচ্ছে আমজনতাকে। ঠান্ডা এবং কুয়াশায় দৈনন্দিন কাজকর্মও শুরু হচ্ছে অনেক দেরিতে।
প্রবল শীতের মধ্যেও রাজধানী দিল্লি এখনও দূষণের কবলে। এদিন সকালে দিল্লিতে সামগ্রিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৩৭। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, সকাল আটটা নাগাদ দূষণের মাত্রা বেড়ে ৩৫০-এ পৌঁছে যায়। যা ভীষণ খারাপ। ধোঁয়াশা ও কুয়াশার কারণে এদিন সকালে দিল্লির জনজীবন ব্যাহত হয়েছে।

