নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনের প্রকোপ ক্রমেই বাড়ছে। দিল্লিতে আরও ৪ জনের শরীরে মিলেছে ওমিক্রনের হদিশ, নতুন করে ৪ জন ওমিক্রনে সংক্রমিত হওয়ার পর রাজধানীতে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬।
মঙ্গলবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, দিল্লিতে আরও ৪ জনের শরীরে মিলেছে ওমিক্রনের হদিশ, মোট আক্রান্ত বেড়ে হল ৬। ৬ জনের মধ্যে একজন রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ৩৫ জন করোনা রোগী এবং ৩ জন সন্দেহভাজন লোক নায়েক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দিল্লির পাশাপাশি রাজস্থানেও বাড়ছে ওমিক্রনের সংক্রমণ। মঙ্গলবার রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী পি লাল মীনা জানিয়েছেন, রাজস্থানে আরও ৪ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল। আগে যাঁরা সংক্রমিত হয়েছিলেন তাঁদের রিপোর্ট এখন নেগেটিভ।

