নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ জিরানিয়ায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম যোগেন্দ্র চৌহান৷ মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন জিরানিয়া থানার পুলিশকে খবর দেয়৷ খবর পেয়ে জিরানিয়া থানার পুলিশ ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যায়৷
রেলের ধাক্কায় যুবকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এটি আত্মহত্যা নাকি ট্রেনের ধাক্কায় মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ৷ প্রসঙ্গত, রাজ্যে রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে৷ অনেক ক্ষেত্রেই আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে আসছে৷

