বারাণসী, ১৩ ডিসেম্বর (হি.স.): স্বপ্নের কাশী বিশ্বনাথ মন্দির করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সাধু-সন্ন্যাসী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে কাশী বিশ্বনাথ মন্দির করিডরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী বলেছেন, অসম্ভব বলে কিছুই নেই। ‘হর হর মহাদেব’— উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় প্রায়শই উঠে এসেছে মহাদেব ভজনার এই শব্দবন্ধ। কাশী বিশ্বনাথ মন্দির করিডর উদ্বোধনে বেশ সুর করেই প্রধানমন্ত্রী একাধিক বার বলেছেন ‘হর হর মহাদেব’।
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “অসম্ভব বলে কিছু নেই। ইচ্ছে থাকলে সবকিছু সম্ভব।” এই প্রকল্পের সাফল্য নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন বলে জানিয়েছেন তিনি। তার প্রেক্ষিতে বলতে গিয়েই এ কথা বলেছেন প্রধানমন্ত্রী। আজকের ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ভগবান শিবকে প্রণাম করে প্রধানমন্ত্রী বলেছেন, “কাশীতে এক জনেরই সরকার রয়েছে। যাঁর হাতে ডমরু রয়েছে। তিনি চেয়েছেন বলেই এই কাজ সম্ভব হয়েছে।” নবনির্মিত করিডরের সৌজন্যে কী সুবিধা হবে সাধারণ মানুষ এবং প্রবীণদের। সে কথা সোমবার বিস্তারিত বলেছেন মোদী। সোমবার থেকেই জনসাধারণের জন্য করিডর খুলে যাবে বলে জানিয়েছেন তিনি। কাশী বিশ্বনাথ মন্দির করিডরের উদ্বোধন অনুষ্ঠানে ঔরঙ্গজেব এবং শিবাজীর প্রসঙ্গ তোলেন মোদী।
তিনি বলেছেন, ‘‘কাশী অনেক উত্থানপতনের সাক্ষী থেকেছে। অনেক সুলতান এসেছে, চলে গিয়েছে। কিন্তু কাশী রয়েছে। ঔরঙ্গজেবের অত্যাচার ইতিহাস জানে। কিন্তু তাঁর পাল্টা শিবাজিও ছিলেন।’’ কাশী বিশ্বনাথ করিডর নির্মাণকাজের সঙ্গে যুক্ত কর্মীদের এদিন অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, “করোনাকালেও তাঁরা নিজেদের কাজ থামতে দেননি।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “নতুন ভারত নিজস্ব সংস্কৃতি নিয়ে গর্বিত এবং সামর্থ্যের উপর আস্থাও রয়েছে…নতুন ভারতে ‘বিরাসত’ এবং ‘বিকাশ’ রয়েছে।” উপস্থিত সকলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমি আপনার কাছ থেকে তিনটি প্রতিশ্রুতি চাই, নিজের জন্য নয়, আমাদের দেশের জন্য-পরিচ্ছন্নতা, সৃষ্টি ও উদ্ভাবন এবং একটি স্বনির্ভর ভারত তৈরির জন্য ক্রমাগত প্রচেষ্টা।”

