জোহানেসবার্গ, ১৩ ডিসেম্বর (হি.স.): ওমিক্রন আতঙ্কের মধ্যেই এবার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা। রবিবার তাঁর কোভিড-টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তারপর থেকেই কেপ টাউনে স্বেচ্ছা নিভৃতবাসে রয়েছেন প্রেসিডেন্ট রামাফোসা। মৃদু উপসর্গ রয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের এখন চিকিৎসা চলছে।
প্রেসিডেন্টের দফতর থেকে বিবৃতিতে জানানো হয়েছে, “প্রাক্তন ডেপুটি প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্কের সম্মানে কেপ টাউনে স্টেট মেমোরিয়াল সার্ভিস ছাড়ার পর থেকেই অসুস্থতা বোধ করছিলেন প্রেসিডেন্ট। পরে কোভিড-টেস্ট করা হয় সেই রিপোর্ট পজিটিভি এসেছে।” করোনা-আক্রান্ত রামাফোসা দেশবাসীকে টিকা নেওয়ার পাশাপাশি সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকাতেই করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন-এর হদিশ মিলেছে। দক্ষিণ আফ্রিকায় এখনও পর্যন্ত মাত্র ২৫ শতাংশ নাগরিকই কোভিডের সম্পূর্ণ টিকা নিয়েছেন। এখনও বহু মানুষের টিকা নেওয়া বাকি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা করোনার টিকা নিয়েছেন আগেই, তাও তিনি সংক্রমিত হয়েছেন। প্রেসিডেন্ট এখন স্বেচ্ছা-নিভৃতবাসে রয়েছেন।

