Harnaaz Sandhu: ২১ বছরের প্রতীক্ষা শেষ, চন্ডীগড়ের হারনাজের মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট

নয়াদিল্লি ও ইলাত, ১৩ ডিসেম্বর (হি.স.): দীর্ঘ ২১ বছরের প্রতীক্ষার অবসান। দুই দশক পর সমস্ত দেশবাসীকে গর্বিত করে মিস ইউনিভার্সের শিরোপা পেলেন ২১ বছরের চন্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধু। ইজরায়েলের ইলাতে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭০তম এডিশনে ভারতের মুখ উজ্জ্বল করেছেন চণ্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধু। সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন হারনাজ।

মিস ইউনির্ভাস প্রতিযোগিতার আয়োজকদের তরফে সোশ্যাল মিডিয়ায় ২০২১ সালের মিস ইউনিভার্সের বিজয়িনীর নাম ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করে জানানো হয়, ‘মিস ইউনিভার্স ২০২১-র তাজ উঠল মিস ইন্ডিয়ার মাথায়’। হারনাজের মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। মঞ্চে সোনালি স্লিভলেস গাউনে ঝলমল করছিলেন হারনাজ, হিরে খচিত মিস ইউনিভার্সের তাজ তাঁর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। মঞ্চে দাঁড়িয়ে তিনি কেঁদেও ফেলেন, বিদেশের মাটিতে চিৎকার করে বলতে শোনা যায় ‘চাক দে ফাট্টে’।

৭৯ জন প্রতিযোগীকে পিছনে ফেলে মিস ইউনিভার্সের খেতাব ছিনিয়ে নিয়েছেন হারনাজ সান্ধু। ২১ বছরের এই তরুণীর জন্ম চন্ডীগড়ে। জনসংযোগ নিয়ে মাস্টার্স করেছেন তিনি। পঞ্জাবি ছবির জগতে রয়েছেন বহুদিন। মডেলিং জগতেও তিনি বেশ সুপরিচিত নাম। ভালবাসেন অভিনয় করতে। হবি সাঁতার কাটা, ঘোড়ায় চড়া আর নাচ। এর আগেও মিস চন্ডীগড় হয়েছেন তিনি। ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাবও জুটেছে তাঁর। তবে চন্ডীগড়-ভারত ছাড়িয়ে এবার তিনি পৌঁছে গেলেন বিশ্বের দরবারে। বছর শেষে নিজের দেশকে দিলেন সেরা উপহার।