TRTC Bus Service: আঠোরভোলাতে মোটর স্ট্যান্ড এবং টিআরটিসি বাস সার্ভিস চালু করার জোরালো দাবি

উদয়পুর, ১১ ডিসেম্বর : আঠোরভোলাতে মোটর স্ট্যান্ড এবং  টিআরটিসি বাস সার্ভিস চালু করার জন্য এলাকাবাসীর জোরালো দাবি জানিয়েছেন। উদয়পুর মহকুমার আঠোরভোলা এলাকার জনগণের দাবি, অতিসত্বর মোটর স্ট্যান্ড সহ সরকারি টিআরটিসি বাস চালু করা হোক।


প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর ধরে টিলাভূমি সমতল করে আঠোরভোলাতে মোটর স্ট্যান্ড নির্মাণের কাজ শেষ হয়েছে। কোন এক অজ্ঞাত কারণে স্ট্যান্ড চালু না হবার ফলে রাস্তার দাঁড়িয়ে থাকতে হয় অটো গাড়ি গুলিকে। একটা সময় টিআরটিসি বাস এই এলাকায় চলাচলও করত। তখন এলাকায় জনগনের যাতায়াতের  ক্ষেত্রে অনেক সুবিধা ছিল। এলাকাটি কৃষি প্রধান এলাকা। টিআরটিসি বাস চালু থাকার সময়ে কৃষিজাত ফসল নিয়ে উদয়পুর শহরে বিক্রি করতে সুবিধা হত স্থানীয়দের। এমনকি ভাড়াও কম লাগত। কিন্ত, কয়েক বছরে ধরে টিআরটিসি সহ বড় গাড়ি চলাচল নেই ওই এলাকায়।


এলাকারবাসীর বর্তমানে যাতায়াতের জন্য ছোট গাড়ি কিনবা অটোর উপর নির্ভর করে থাকতে হচ্ছে। এক দিকে কৃষি সামগ্রী নিয়ে উদয়পুর আসতে হলে ভাড়া  বেশি দিতে হয়, অন্যদিকে কৃষকদের লাভ অনেক কম হয়। অটো করে ছয় জন যাএী নিয়ে আসা যাওয়া হয়। ফলে উদয়পুর যেতে ভাড়া মাথা পিছু এিশ টাকা করে দিতে হচ্ছে।


এদিকে মোটর স্ট্যান্ড  নির্মাণ করে ফেলে রাখার ফলে রাতের অন্ধকারে চলে অসামাজিক কাজ। দীর্ঘ দিন ধরে মোটর স্ট্যান্ডটি চলাচলের অযোগ্য হয়ে পরে রয়েছে। রুম গুলি দীর্ঘ দিন বন্ধ থাকার ফলে নষ্ট হয়ে পরে রয়েছে। এলাকাবাসী দাবি জানিয়েছেন, মোটর স্ট্যান্ডটি অতিসত্বর চালু এবং এলাকাতে টিআরটিসি বাসও চালু করার হোক।


এখন দেখার বিষয় প্রশাসন এবং স্থানীয় বিধায়ক কি ব্যবস্থা গ্রহণ করেন। সেদিকে তাকিয়ে আছে আঠারোভোলা এলাকার জনগণ। যদি অতিসত্বর মোটর স্ট্যান্ড চালু ও টিআরটিসি বাস চালু না হয় তাহলে এলাকাবাসী এলাকাবসিরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ার দিয়েছেন।