Omicron: মুম্বইয়ে ওমিক্রন আতঙ্কে ১৪৪ ধারা, শনিবার-রবিবার সমস্ত জমায়েত নিষিদ্ধ

মুম্বই, ১১ ডিসেম্বর (হি.স) : ওমিক্রন ক্রমশ বাড়ছে মহারাষ্ট্রে। তার জেরে শনিবার ও রবিবার গোটা মুম্বই শহরে জারি হল ১৪৪ ধারা। এই দু’দিনে কোনও রকম জমায়েত, মিছিল, মিটিং, সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যান চলাচলের ক্ষেত্রেও কঠোর বিধি নিষেধ থাকছে, এই মুহূর্তে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। এ মুহূর্তে দেশে ওমিক্রন আক্রান্ত মোট ৩২ জন।

দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে মহারাষ্ট্রেই দ্রুত বাড়ছে ওমিক্রনের হানা। সেই কারণেই সতর্কতামুলক ব্যবস্থা হিসেবে তড়িঘড়ি মুম্বই শহরে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত প্রশাসনের। অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন-এর (মিম) বড় কর্মসূচি রয়েছে শহরে। ইতিমধ্যে দলের হাজার হাজার কর্মী-সমর্থক মুম্বইয়ে হাজির হয়েছেন। দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইয়াসির ও জমায়েতে ভাস দেওয়ার কথা।

ওমিক্রনের কথা মাথায় রেখেই পুলিস জমায়েতের অনুমতি দেয়নি। তা সত্ত্বেও মিম তাদের কর্মসূচি বহাল রেখেছে। একইসঙ্গে শিবসেনা এটা সঞ্জয় রাউতের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিজেপি জমায়েতের কথা ঘোষণা করেছে। মুলত আই দুটি জমায়েতের কারণে মুম্বই পুলিশ শহরে ১৪৪ ধারা জারির নির্দেশিকা দিয়েছে।