Destroyed: গাজা বাগান ধ্বংস করল পুলিশ

আগরতলা, ১১ ডিসেম্বর : দক্ষিণ কলমচৌড়ায় পাচটি স্থানে অভিযান চালিয়ে ত্রিশ হাজার গাঁজা গাছ ধ্বংস করলো কলমচৌড়া থানার পুলিশ। এ ধরনের অভিযান আগামী দিনগুলিতে অব্যাহত থাকবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বাম আমলে গাঁজার সাম্রাজ্য গড়ে উঠেছিল গোটা রাজ্যে। এক্ষেত্রে, সোনামুড়া মহকুমা গাঁজা চাষের মৃগয়াক্ষে বলে পরিচিত গোটা রাজ্যে। বর্তমানে সোনামুড়ার পাশাপাশি অন্যান্য স্থানেও গাঁজা চাষের রমরমা দেখা যাচ্ছে। কমলনগর, কলমচৌড়া ও দক্ষিণ কলমচৌড়া, বাগবের, বক্সনগর, রহিমপুর, পুটিয়া, মানিক্যনগরে গাঁজা চাষের রমরমা রয়েছে।

২০১৮ সালে সরকার পরিবর্তন হওয়ার পর একবছর গাঁজা চাষ খানিকটা কমে গেলেও দু’বছর যাবৎ আবার সেই বাম আমলের কায়দায় রমরমিয়ে চলছে গাঁজা চাষ। এ বছর কলমচৌড়া থানাধীন বক্সনগরের বিভিন্ন এলাকায় গাঁজা চাষীরা সরকারী বন দপ্তরের এবং ব্যক্তিগত জায়গায় প্রচুর পরিমাণে গাঁজার চারা রোপণ করেছেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা অভিযান চালিয়ে দক্ষিণ কলমচৌড়া এলাকায় অভিযান চালিয়ে 5টি আলাদা আলাদা প্লটে প্রায় 30 হাজার গাঁজার চারা গাছ ধ্বংস করা হয়েছে। যার বাজার মূল্য ৪০ লক্ষ টাকা।

অবৈধ গাঁজা চাষ করা বাগানের গোপন খবর আসে কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিকের কাছে। ওসি বিষ্ণুপদ ভৌমিক নিজেই নেতৃত্ব দিয়ে ২০/৩০ জন পুলিশ ও টিএসআর জওয়ানদের নিয়ে দক্ষিণ কলমচৌড়া এলাকায় বিশাল গাঁজা বাগান ধ্বংস করতে সক্ষম হয়েছেন।

টিলা ভূমিতে গাঁজা চাষীরা বুক ফুলিয়ে এই গাঁজা চাষ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। শনিবার আর রক্ষা হল না তাদের এই অবৈধ গাঁজা চাষ। এই গাঁজা গাছগুলি  দা দিয়ে কেটে ধ্বংস করা হয়েছে। জানা গেছে, এই গাঁজা চাষের বাগানগুলো বন দপ্তরের অধীনে রয়েছে। আজ দফতরের কর্মীসহকারেই যৌথ অভিযান চলেছে।

এই অভিযানে  ধ্বংস করে দেওয়া গাঁজা গুলির  বাজারজাত মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা বলে জানান ওসি বিষ্ণুপদ ভৌমিক। তিনি জানিয়েছেন, আগামী দিনেও এমন ধরনের অভিযান জারি থাকবে। গাঁজা চাষ বন্ধ করে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পুলিশ কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকার জনগণকে পরামর্শ দিয়েছেন।