কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.): আর কিছু দিন পরই পুরভোট। হাতে সময় কম, পুরভোটকে কেন্দ্র করে জোরকদমে বর্তমানে প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। কলকাতা পুরভোটে ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সন্দীপন সাহা। শুক্রবার নিজের ওয়ার্ডে প্রচার সারলেন তিনি। বহু দিন ধরেই তৃণমূলের সৈনিক সন্দীপন সাহা। ৫২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তিনি।
এরপর সেই ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় এবার তিনি লড়বেন ৫৮ নম্বর ওয়ার্ডে। জেভিয়ার্সের প্রাক্তনী বিধায়ক পুত্র সন্দীপন সাহা ৫৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী হওয়ার পর থেকেই বেরিয়ে পড়েন প্রচারে। শুক্রবার নিজের ওয়ার্ডে প্রচারে সারেন তৃণমূল প্রার্থী। প্রচারে বেরিয়ে সন্দীপন সাহার সাফ মন্তব্য, ”মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজনীতিতে আসা।”