নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): অধিকার এবং কর্তব্য একই মুদ্রার দু’টি দিক। শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আয়োজিত মানবাধিকার দিবসে এই বার্তায় দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন মানবাধিকার দিবস উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, “মানবাধিকারের বিষয়টি ন্যায়সঙ্গতভাবে অধিকারের উপরই কেন্দ্রীভূত, ভারতে আমরা সর্বদা বুঝতে পেরেছি, ঠিক যেমন গান্ধীজি প্রায়শই পুনরাবৃত্তি করেছিলেন, অধিকার এবং কর্তব্য একই মুদ্রার দু’টি দিক।”
সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে রাষ্ট্রপতি বলেছেন, “আমাদের সংবিধানের প্রস্তাবনা ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের উপর জোর দেয়। আমার মতে এই চারটি শব্দ মানবাধিকারকে সুন্দরভাবে ব্যক্ত করে।” মানুষের জীবনের অধিকার ও স্বাস্থ্যের অধিকারকে নিশ্চিত করার জন্য চিকিৎসক, বিজ্ঞানী-সহ সমস্ত কোভিড যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সংযোজন, “জনগণের জীবনের অধিকার এবং স্বাস্থ্যের অধিকার সমুন্নত রাখার বীরত্বপূর্ণ প্রচেষ্টার জন্য আমি সমস্ত চিকিৎসক, বিজ্ঞানী এবং অন্যান্য সমস্ত ‘করোনা যোদ্ধাদের’ অভিনন্দন জানাই।”