৮-হাজারের ঊর্ধ্বেই সংক্ৰমণ, ভারতে কোভিডে মৃত্যু আরও ৬২৪ জনের

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): ভারতে করোনার প্রকোপে রাশ টানাই যাচ্ছে না, ফের বাড়ল দৈনিক করোনা-সংক্ৰমণ। মৃত্যুর সংখ্যাও একধাক্কায় অনেকটাই বাড়ল। বৃহস্পতিবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫০৩ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৬২৪ জনের। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ৭,৬৭৮ জন, ভারতে সুস্থতার হার এই মুহূর্তে ৯৮.৩৬ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৯,৪৯,৪৩-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ২০১ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮,৫০৩ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৭ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৭৪ লক্ষ ৫৭ হাজার ৯৭০ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ১,৩১,১৮,৮৭,২৫৭ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৬২৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৭৪,৭৩৫ জন (১.৩৭ শতাংশ)। করোনার প্রকোপের মধ্যেই সুস্থতা খানিকটা স্বস্তি দিচ্ছে, বৃহস্পতিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৭,৬৭৮ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৪১,০৫,০৬৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৩৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *