Agriculture : অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষি এলাকা পরিদর্শনে কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৯ ডিসেম্বর৷৷ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ সম্পতি অকাল বর্ষণে কৃষকদের উৎপাদিত ফসলের ক্ষয়ক্ষতি দেখতে অমরপুর কৃষি মহকুমার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন৷ তিনি রাঙামাটি, রামপুর এলাকার পরিদর্শনে গিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং কৃষকদের সহায়তার আশ্বাস দেন৷ তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের কৃষকদের যথাযথ ক্ষতিপূরণের পাশাপাশি তাদের নতুনভাবে ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় সহায়তা করার জন্য নির্দেশ দেন৷ এছাড়া প্রধানমন্ত্রী ফসলবীমা যোজনায় যাতে কৃষকরা প্রয়োজনীয় ক্ষতিপূরণ পায় সেদিকে লক্ষ্য রাখার কথাও বলেন৷ তিনি রাঙামাটি এলাকার ক’ষক প্রণব দাসের ৬ কানি কাশ্মিরী কুলের বাগানও পরিদর্শন করেন৷

পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর প’ায়েত সমিতির চেয়ারম্যান মান্টি দেবনাথ (রুদ্রপাল) সহ ক’ষি ও ক’ষক কল্যাণ দপ্তরের আধিকারিক এবং ডিসিএম প্রীতম দেবনাথ প্রমুখ৷বঙ্গোপসাগরে নিম্নচাপ উঠার কারণে ’’ নর্থ ইস্ট এবং পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা রাজ্যেও গত তিনদিন ধরে অসময়ে প্রবল বৃষ্টির কারণে উদয়পুরের গোমতি নদীর তট ভূমির নিম্ন এলাকা গুলি প্লাবিত হয়৷ খিলপাড়া জামজুড়ি, বৈষ্ণবীরচর,পালাটানা, কুশামারা, রানী ,মহারানি,কাকড়াবন সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ণ হয়ে পরে৷ কাকড়াবনের বহু জায়গায় কৃষকের জমির ফসল অসময়ের বন্যায় জলের নিচে পড়ে নষ্ট হয়৷ ’’ কাকড়াবন গোটা এলাকাটি কৃষি নির্ভরশীল এলাকা তিনদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে তা আজ পরিদর্শন করেন কৃষক ও কৃষক কল্যাণ দপ্তর, পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ৷

অকাল বর্ষণেক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন,ওনার সাথে উপস্থিত ছিলেন কৃষি অধিকারিক দীপঙ্কর দেব সহ অন্যান্য কৃষি আধিকারিক বৃন্দ৷যেসব কৃষকদের ফসল ক্ষতি হয়েছে সে বিষয়ে কৃষকদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন কৃষক ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ন অসময়ে ভারী বর্ষণের ফলে সুখা মরসুমের ফসল- যেমন ফুল কপি, বাধা কপি, আলু ,ধনে পাতা, লাউ,কুমর, বেগুন ও শাক সব্জির ব্যাপক ক্ষতি সাধিত হওয়ায় কৃষকদের মাথায় হাত৷ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলে যে সকল কৃষকদের কৃষি বীমা করানো আছে তারা যেন দ্রুত ক্ষতি পূরণ পেতে পারেন তার দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য কৃষি আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন৷ যে সকল কৃষকরা এখনো কৃষি বীমার আওতাভুক্ত হননি তাদেরও ক্ষতি পূরণের ব্যবস্থা করা হবে বলে মন্ত্রী কৃষকদের জানিয়েছেন৷ ক্ষতি পূরণের দাবি উঠেছে সংশ্লিষ্ট মহল থেকে৷