গোরক্ষপুর, ১০ ডিসেম্বর (হি.স.): গুরু গোরক্ষনাগরীকে একটি বিশেষ শিক্ষাঞ্চল হিসেবে উন্নীত করা হবে। জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুক্রবার ৮৯ তম মহারানা প্রতাপ শিক্ষা পরিষদের সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, গোরক্ষনগরীতে তৈরি হবে বৈশ্বিক নাগরিক। এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য। এই বিশ্বাসের সঙ্গে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে সরকার।
ধর্মেন্দ্র প্রধান আরও বলেছেন, “নেতৃত্ব তাকেই বলা হয়, যা শুধুমাত্র ইস্যু উত্থাপন করে না, এর সমাধানও খুঁজে বার করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও তাই করেছেন। ভবিষ্যতেও এভাবেই চলতে থাকবে।” ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “অনেকেই শুধু দারিদ্র্য হটাও স্লোগান দেন। তাঁরা শুধু ভাষণ দেন, কিন্তু মোদীজি ও যোগীজি তা করে দেখান। গোরক্ষপুর-সহ সমগ্র দেশ ও রাজ্য তা দেখতে পাচ্ছে।”