মানবাধিকার রক্ষার অঙ্গীকার করা উচিত সকলের : উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): মানবাধিকার রক্ষার অঙ্গীকার করা উচিত সকলের। সকলকে পর্যাপ্ত সুযোগও প্রদান করতে হবে। শুক্রবার মানবাধিকার দিবসে এই বার্তাই দিয়েছেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। এদিন সকালে টুইট করে উপ-রাষ্ট্রপতি জানিয়েছেন, মানবাধিকার দিবসে সকলের মানবাধিকারকে সম্মান ও রক্ষা করার সঙ্কল্প করুন।

টুইটে উপ-রাষ্ট্রপতির সংযোজন, “একটি সভ্য, সংবেদনশীল ও সৌহার্দ্যপূর্ণ সমাজের জন্য সমাজে বৈষম্য কমানো অত্যন্ত আবশ্যিক।” নাইডু জানান, মানবাধিকার পালন ও প্রয়োগের জন্য পর্যাপ্ত সুযোগ থাকা উচিত মানুষের।