বাবা ভালো আছেন, পরিবারে সঙ্গেই ক্রিসমাস কাটাবেন, জানালেন পেলের মেয়ে

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.) : মাত্র দু’ মাসের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি কিংবদন্তি ফুটবলার পেলে। তবে দুশ্চিন্তা কাটিয়ে আগের চেয়ে অনেক ভাল আছেন কিংবদন্তি। এখন সুস্থই রয়েছেন তিনি। তাঁকে দু’ একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। ক্রিসমাসটা তিনি পরিবারের লোকজনের সঙ্গেই কাটাবেন। এমনটাই জানিয়েছেন তাঁর মেয়ে কেলি নাসিমেন্টো।বুধবার রাত থেকেই পেলেকে ঘিরে ফের দেখা দিয়েছিল উদ্বেগ। মাত্র দু’ মাসের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল পেলেকে। তবে এখন সুস্থই রয়েছেন কিংবদন্তি ফুটবলার। এবং ভয়ের কোনও কারণ নেই বলেই জানিয়েছেন পেলের মেয়ে কেলি। কেলি ইনস্টাগ্রামে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘দু’তিন দিনের মধ্যে বাড়ি ফিরেই বাবা ক্রিসমাস উপভোগ করবে। এ বার বাবার হাসাপাতালে ভর্তি হওয়ায় বিস্ময়কর কিছু নেই। এটা চিকিৎসার অঙ্গ এবং আগে থেকে সব ঠিক করা ছিল।’পেলেও নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার চিকিৎসার অঙ্গ হিসাবে ছোট্ট একটি কেমোথেরাপি সেশন করছি। অ্যালবার্ট আইনস্টাইনে (হাসপাতালে) ২০২১ সালের শেষ সেশন করছি।’সাও পাওলোর হাসপাতাল থেকে পেলে আরও লিখেছেন, ‘আমি এই প্রাপ্তিটাও সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। আসলে প্রতিটা জয়ই উদযাপন করা উচিত। আমি এখানে কয়েক দিন থাকব। চিন্তা করবেন না, আমি ছুটি উপভোগ করার জন্য তৈরি!’

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে তাঁর টিউমার অস্ত্রোপচার হয় সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে। সেখানেই আবার তাঁকে ভর্তি করা হয়েছে। পেলের বয়স এখন ৮১। অস্ত্রোপচারের পরে বায়োপসিতে জানা গিয়েছিল, তাঁর টিউমার ‘মেটাস্টেটিস’। তাই বাড়িতেই কেমোথেরাপি শুরু হয় কিংবদন্তি ব্রাজিলীয় তারকার। হাসপাতাল সূত্র থেকে বলা হয়েছে, সেই চিকিৎসাই চলছে এবং এই মুহূর্তে অবস্থা স্থিতিশীল।কয়েক দিনের মধ্যে তাঁকে ছেড়েও দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *