আগরতলা, ৮ ডিসেম্বর (হি. স.) : পুর নিগমে মেয়র পদে শপথ নিলেন দীপক মজুমদার। নগরোন্নয়ন সচিব কিরণ গিত্তে তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। ডেপুটি মেয়র হয়েছেন মনিকা দাস দত্ত। এছাড়া আরও ৮ জন নির্বাচিত সদস্য মেয়র-ইন-কাউন্সিল পদে শপথ গ্রহণ করেছেন। আজ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পুর নিগমে নব নির্বাচিত ৫১ জন সদস্য শপথ নিয়েছেন। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক তাঁদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। নগরোন্নয়ন সচিব মেয়র-ইন-কাউন্সিলদের শপথ বাক্য পাঠ করিয়েছেন।
আগরতলা পুর নিগমের ৫১টি আসনই বিজেপি জয়ী হয়েছে। আজ ছিল নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মা, শিক্ষা ও আইন মন্ত্রী রতন লাল নাথ, কারা মন্ত্রী রামপ্রসাদ পাল, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, বিজেপি প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা সহ বিজেপির প্রদেশ শীর্ষ নেতৃত্ব ও পদাধিকারীগণ।
আজ প্রথমে পুর নিগমে নব নির্বাচিত সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। তারপর প্রথা মেনে নির্বাচিত সদস্যরা মেয়র, ডেপুটি মেয়র এবং মেয়র-ইন-কাউন্সিল নির্বাচনে বৈঠক করেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। বৈঠক শেষে মেয়র হিসেবে দীপক মজুমদারের নাম ঘোষণা দেন তিনি। এরপর মেয়র পদে দীপক মজুমদারকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। একে একে ডেপুটি মেয়র এবং মেয়র-ইন-কাউন্সিলগণ শপথ নিয়েছেন।
ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন মনিকা দাস দত্ত। এছাড়া মেয়র-ইন-কাউন্সিল পদে দায়িত্ব পেয়েছেন জগদীশ দাস, সম্পা সরকার সেন, হীরালাল দেবনাথ, হিমানী দেব্বর্মা, তুষার কান্তি ভট্টাচার্য, বাপি দাস, উদয় ভাস্কর চক্রবর্তী এবং হরি সাধন দেবনাথ।
2021-12-08