ভোপাল, ৭ ডিসেম্বর (হি.স.): দেশকে আত্মনির্ভর করতে হলে রাজ্যগুলিকে আগে আত্মনির্ভর হতে হবে। বললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার দিল্লিতে আয়োজিত স্টেটস পলিসি কনক্লেভ ২০২১-এ ভার্চুয়ালি অংশ নেন শিবরাজ সিং চৌহান। উদ্বোধনী অনুষ্ঠানে শিবরাজ বলেছেন, “দেশকে আত্মনির্ভর করতে হলে রাজ্যগুলিকে আগে আত্মনির্ভর হতে হবে। আত্মনির্ভর মধ্যপ্রদেশের চারটি স্তম্ভ হল অবকাঠামো, সুশাসন, স্বাস্থ্য ও শিক্ষা এবং কর্মসংস্থান।”
শিবরাজ সিং চৌহান আরও জানিয়েছেন, “মধ্যপ্রদেশে অটল এক্সপ্রেসওয়ের মতো সড়ক প্রকল্প শুরু হয়েছে, তরুণদের উৎসাহিত করতে সিঙ্গাপুরের সহায়তায় বিশ্বব্যাপী স্কিল পার্ক প্রতিষ্ঠা করা হবে। স্বাস্থ্যসেবা আমাদের সরকারের প্রধান প্রচেষ্টা এবং আমি বলতে গর্ববোধ করি যে মধ্যপ্রদেশ ভারতের ফার্মা সেন্টার।” শিবরাজ এদিন টুইট করে জানান, “মধ্যপ্রদেশে বড় শিল্পকে স্বাগত জানানো হয়, এছাড়াও আমরা রাজ্যে এমএসএমই-এর একটি নেটওয়ার্ক স্থাপন করতে চাই, যাতে আমাদের যুবসমাজের জন্য দ্রুত গতিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।”
2021-12-07

