নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ একাধিক কর্মসূচি নিয়ে আজ সোমবার দিল্লী গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ প্রধানত, আগরতলা এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন এবং পূর্ণ রাজ্য দিবসের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মেগা উৎসবে অংশ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি স্টেট ফরেন্সিক কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাবেন তিনি৷
আজ দিল্লী পৌঁছেই কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজুর সাথে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আগামীকাল প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার সম্ভাবনা রয়েছে তাঁর৷ এদিকে, পুর ও নগর সংস্থার পারিষদের শপথ গ্রহণ উপলক্ষে মেগা উৎসবে উপস্থিত থাকার জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে দেখা করবেন তিনি৷ আজ বিজেপি প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা জানিয়েছেন পুর ও নগর সংস্থার পারিষদদের শপথ গ্রহণকে ঘিরে পরবর্তী সময়ে মেগা উৎসবের আয়োজন করা হবে৷ ওই উৎসবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে৷
স্বাভাবিক ভাবেই আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে চাঁদের হাট লক্ষ করা যাবে৷ প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করা হচ্ছে৷

