বৃষ্টি দুর্যোগ থেকে রেহাই, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে পারদ-পতনের সম্ভাবনা

কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.): অসময়ের বৃষ্টির দুর্যোগ থেকে অবশেষে রেহাই পেল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি থেমেছে, আকাশও পরিষ্কার হয়েছে। তবে, রোদের দেখা সেভাবে মেলেনি। এমতাবস্থায় সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর, সপ্তাহান্তেই শীতের আমেজ বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কমতে পারে রাতের তাপমাত্রা। অর্থাৎ শীতের পরশ উপভোগ করতে হলে আর বেশি দিন হয়তো অপেক্ষা করতে হবে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গকে।
গত শনিবার থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের আকাশ ছিল মেঘলা। বৃষ্টি হয়ে যাচ্ছিল কোথাও কম, কোথাও বেশি। সোমবার পর্যন্ত বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি থেকে বেঁচেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। ঘূর্ণিঝড়ের সৌজন্যেই ডিসেম্বরে এক দশকের রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায়। অবশেষে মঙ্গলবার থেকে আবহাওয়ার খানিকটা উন্নতি হয়েছে, বৃষ্টি থেমেছে পুরোপুরি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। আবহবিদরা জানিয়েছেন, এই সপ্তাহেই গাঙ্গেয় বঙ্গে রাতে পারদ পতনের ইঙ্গিত আছে।