Unhurt : অল্পেতে রক্ষা পেলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ অল্পেতে রক্ষা পেলেন ত্রিপুরার শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে কলা উতব চলাকালীন তাঁর উপর লাইট ভেঙ্গে পড়েছে৷ বিশেষ আঘাত না লাগলেও, তাঁর হাতে সামান্য চোট লেগেছে৷


প্রসঙ্গত, আজ আগরতলায় শিক্ষা দফতর কলা উতবের আয়োজন করেছিল৷ তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ বিশিষ্ট শিক্ষাবিদ অরুনোদয় সাহা এবং শিক্ষা অধিকর্তা চাঁদনী চন্দ্রনও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷


শিক্ষামন্ত্রী মঞ্চে দাড়িয়ে ভাষণ দেওয়ার সময় হটাত উপর লাইট খুলে পরে যায়৷ লাইট পরার সময় তাঁর হাতে লেগেছে৷ তাতে তিনি আঘাত পেয়েছেন৷ তবে, মারাত্মক আঘাত পাননি তিনি৷ চোট নিয়েই তিনি ভাষণ সমাপ্ত করেছেন৷ তাঁর দফতর সুত্রে জানা গেছে, সচিবালয়ে ফিরে তিনি চিকিতকদের পরামর্শ নিয়েছেন৷ তিনি সম্পুর্ন সুস্থ আছেন৷