নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): বায়ুদূষণ ও ধোঁয়াশা কাটছেই না দিল্লির বাতাস থেকে। ধোঁয়াশার জন্য রবিবার একেবারে তলানিতে পৌঁছে যায় দিল্লির দৃশ্যমানতা। স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না, শ্বাসকষ্ট তো রয়েছেই। রবিবার সকালে একেবারে ধোঁয়াশার চাদর ঢাকা ছিল দিল্লির অক্ষরধাম মন্দির। দূষণের কবলে ছিল রাজঘাট থেকে দিল্লির সরাই কালে খান এলাকা। দৃশ্যমানতা কম থাকায় এদিন সকালেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, পারদ-
পতন হতেই শীত শীত অনুভূত হয়েছে দিল্লিতে। সকাল ৮.৩০ মিনিট নাগাদ আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এদিন সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল দিল্লির আকাশ।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার সকালে দিল্লির বাতাসে দূষণ-সূচক ছিল ৩০৫, যা খুবই খারাপ। দিল্লির পাশাপাশি এদিন দূষণের কবলে ছিল রাজধানী সংলগ্ন পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের বিভিন্ন শহর। ফরিদাবাদ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৯৬, গাজিয়াবাদে ২৮৮, গুরগাঁওতে ১৭৪ ও নয়ডাতে ২৭৩। এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই যদি শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকে, তা হলে তা ভাল। ৫১ থেকে ১০০ হলে, তা সন্তোষজনক, ১০১ থেকে ২০০ পর্যন্ত সহনীয়। ২০১ থেকে ৩০০ খারাপ, ৩০১ থেকে ৪০০ খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ হল গুরুতর।