নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): সোমবার, ৬ ডিসেম্বর ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন পুতিন। দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনায় প্রতি বছর নিজেদের মধ্যে বৈঠক করে ভারত এবং রাশিয়া। গতবছর কোভিডের কারণে এই বৈঠক স্থগিত হয়ে যায়। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত-রাশিয়া ২১ তম শীর্ষ সম্মেলনের জন্য ৬ ডিসেম্বর ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
ভারত ও রাশিয়া-উভয় দেশের জন্য পারস্পরিক স্বার্থে আঞ্চলিক, দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক ইস্যুতে মতামত বিনিময়ের একটি সুযোগ হবে ভারত-রাশিয়া ২১ তম শীর্ষ সম্মেলন। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ, দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।