Supreme Court: হাসপাতালের নির্মাণকাজে অনুমতি শীর্ষ আদালতের, দূষণ নিয়ে ১০ ডিসেম্বর ফের শুনানি

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): দিল্লিতে হাসপাতালের নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বায়ুদূষণ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দেয় দিল্লি সরকার, ওই হলফনামায় দিল্লির হাসপাতালগুলির নির্মাণকাজের জন্য অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়। সেই আবেদন মেনে নিয়েছে শীর্ষ আদালত। দিল্লিতে হাসপাতালের নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বায়ুদূষণ নিয়ে ফের শুনানি হবে এক সপ্তাহ পর আগামী ১০ ডিসেম্বর।

এদিন উত্তর প্রদেশ সরকারকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে এদিন সর্বোচ্চ আদালতে জানানো হয়, শিল্প-কারখানা বন্ধ হওয়ার ফলে রাজ্যের আখ ও দুগ্ধ শিল্প প্রভাবিত হতে পারে এবং উত্তর প্রদেশে নিম্নগামী বাতাস, বাতাস বেশিরভাগই পাকিস্তান থেকে আসছে। এই কথা শুনে প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন, “তাহলে আপনারা পাকিস্তানে শিল্প নিষিদ্ধ করতে চান!”