শ্রীনগর, ৩ ডিসেম্বর (হি.স.): তাপমাত্রার পারদ লাগাতার নামছে জম্মু ও কাশ্মীর ও লাদাখে। দুই কেন্দ্রশাসিত অঞ্চলেই তাপমাত্রার পারদ হিমাঙ্কের অনেকটাই নীচে। এমতাবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত হতে পারে, একটি পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে জম্মু-কাশ্মীরের দিকে, সেই পশ্চিমী ঝঞ্ঝার সৌজন্যেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা।
শুক্রবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৪ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং গুলমার্গে মাইনাস ১.০ ডিগ্রি সেলসিয়াস। কাশ্মীরের তুলনায় ঠান্ডা অনেকটাই বেশি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে। লাদাখের দ্রাসে এদিন তাপমাত্রা কমে মাইনাস ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, কার্গিলে মাইনাস ৭.১ ডিগ্রি সেলসিয়াস এবং লেহ-তে মাইনাস ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। জম্মুতে তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।