চন্ডীগড়, ৩ ডিসেম্বর (হি.স.): কংগ্রেসে যোগ দিলেন পঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালা। শুক্রবার সকালে চন্ডীগড়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এবং পঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি নভজ্যোৎ সিং সিধুর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন সিধু মুসওয়ালা। এদিন কংগ্রেসে যোগ দেওয়ার পরই পঞ্জাবের জনপ্রিয় এই গায়ক বলেছেন, “কংগ্রেসে যোগ দেওয়ার অন্যতম কারণ হল পঞ্জাবিদের জন্য আওয়াজ তোলা।”
গায়ক হিসেবে জনপ্রিয় হলেও, বিতর্কে একাধিকবার জড়িয়েছেন পঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালা। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা দায়ের করেছে পঞ্জাব পুলিশ। বন্দুক সংস্কৃতির প্রচার এবং অস্ত্র আইনের অধীনে একাধিক মামলায় অভিযুক্ত এই পঞ্জাবি গায়ক।

