বাবার নামে নয়, কাজ দিয়ে পরিচিতি চান ক্ষিতি কন্যা বসুন্ধরা

কলকাতা, ২ ডিসেম্বর (হি. স.) : কেউ বলছেন চলের অভাব। কেউ বলছেন নিকাষির মান খারাপ। কেউ বা অভিযোগ করছেন ভীষণ মশা। মন দিয়ে সব শুনছিলেন নির্বাচনী লড়াইয়ে নবাগতা বসুন্ধরা গোস্বামী। ক্ষিতি গোস্বামীর মেয়ে, কিন্তু তৃণমূলের প্রার্থী৷

নির্বাচনের ময়দানে এই পরিচয়েই মানুষ চিনেছে তাঁকে ৯৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী৷ সক্রিয় রাজনীতিতে প্রথম বার দেওয়া বসুন্ধরা অবশ্য প্রচারে বেরিয়ে এলাকার মানুষের অভাব অভিযোগ মন দিয়ে শুনছেন৷ স্থানীয় সমস্যার কথা নোটবুকে লিখেও রাখছেন তিনি৷ দিন দুই আগেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। সকাল বিকেল জোর কদমে চলছে প্রচার। বৃহস্পতিবার সকালে ৯৬ নম্বর ওয়ার্ডের বিজয়গড়, মহেন্দ্রগড় এলাকায় বাড়ি বাড়ি প্রচার সারলেন বসুন্ধরা গোস্বামী।

বাবা বাম আমলের মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামী, কিন্তু ভোট প্রচারে বসুন্ধরার সটান উত্তর, ভোটের ময়দানে বাবা দাদার পরিচয় আসল নয়, রাস্তায় নেমে মানুষের কাজ করা আসল। তাই একদা বাম দুর্গ বলে পরিচিত যাদবপুরে এক বাম নেতার মেয়ে ডানপন্থী দলের প্রার্থী হয়েও কোনও সমস্যা নেই বলেই জানালেন বসুন্ধরা। প্রচারে পানীয় জলের সমস্যার কথা যেন শুনতে হচ্ছে, সেরকমই কেউ কেউ সাফাই নিয়েও অভিযোগ করছেন বসুন্ধরাকে কাছে পেয়ে। তাই সব অভিযোগই এখন লিপিবদ্ধ করে রাখছেন তিনি। যাতে ২১ ডিসেম্বরের পর এলাকার কাউন্সিলর নির্বাচিত হলে সমস্যাগুলির সমাধান করতে পারেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *