ব্রাসিলিয়া, ১ ডিসেম্বর (হি.স.): করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রন এবার পৌঁছে গেল ব্রাজিলেও। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে কোভিডের ওমিক্রন প্রজাতিতে দু’জন সংক্রমিত হয়েছেন। ওমিক্রন প্রজাতির সর্বপ্রথম সন্ধান মিলেছিল দক্ষিণ আফ্রিকায়, তারপর পৌঁছে গিয়েছে ইউরোপে। নেদারল্যান্ডেও ওমিক্রন প্রজাতি পৌঁছে গিয়েছে। এবার ব্রাজিলেও করোনার ভয়ানক রূপ ওমিক্রন পৌঁছে গেল।
নেদারল্যান্ডে ওমিক্রন পৌঁছতেই কঠোর হল সে দেশের প্রশাসন। মিশর ও নাইজেরিয়া থেকে কানাডায় প্রদেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ওমিক্রনের ভয়ে মিশর ও নাইজেরিয়া ছাড়াও মালাউই থেকেও নাইজেরিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। করোনাভাইরাসের অতিসংক্রামক এই রূপকে ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। তাও আটকানো যাচ্ছে না। ফলে সমগ্র বিশ্বে নতুন করে চিন্তা বাড়ছে।